প্রজাতন্ত্র দিবস (দেশাত্মবোধক কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

সাধারণ-তন্ত্র দিবসে আজিকে গাহি মোরা স্বদেশের গান,
ঊনিশশো পঞ্চাশে আজিকার দিবসে রচিত হল সংবিধান।
ভারতে উড়িছে ত্রিবর্ণ পতাকা,
মাঝখানে অশোক চক্র আঁকা,
গেরুয়া সবুজ জাতীয় পতাকা আমাদের গৌরবের নিশান।
………………………গাহি মোরা স্বদেশের গান।

বিশ্বের মাঝে স্বদেশ সেরা ভারতবর্ষ মোদের দেশ মহান।
………………………গাহি মোরা স্বদেশের গান।


সুজলা সুফলা ভারতের মাটিতে,
ঢেউ খেলে সবুজ ধানের খেতে
দেশবাসীর প্রাণ উঠুক মেতে দিকে দিকে সবুজের অভিযান।
……………………………গাহি মোরা স্বদেশের গান।

বিশ্বের মাঝে স্বদেশ সেরা ভারতবর্ষ মোদের দেশ মহান।
………………………গাহি মোরা স্বদেশের গান।


আজিকার দিনে মোরা লব শপথ,
সারা দেশে চালাইব প্রগতির রথ,
দেশের সেবা হউক মোদের ব্রত, ভারতবর্ষ জাতির মিলন মহান।
…………………………..গাহি মোরা স্বদেশের গান।

বিশ্বের মাঝে স্বদেশ সেরা ভারতবর্ষ মোদের দেশ মহান।
………………………গাহি মোরা স্বদেশের গান।


এসো এসো ভাই সবে মিলি গাই,
হিন্দু শিখ মুসলিম মোরা ভাই ভাই,
ধর্মে ধর্মে আজি কোন তফাত নাই, স্বদেশের তরে প্রাণ দিব বলিদান।
........………………… গাহি মোরা স্বদেশের গান।

বিশ্বের মাঝে স্বদেশ সেরা ভারতবর্ষ মোদের দেশ মহান।
………………………গাহি মোরা স্বদেশের গান।

সাধারণ-তন্ত্র দিবসে আজিকে
গাহি মোরা স্বদেশের গান,
ঊনিশশো পঞ্চাশে আজিকার  দিবসে রচিত হল সংবিধান।
স্বাধীনতার রং মাখা ত্রিবর্ণ পতাকা মোদের গৌরবের নিশান।
…………………………গাহি মোরা স্বদেশের গান।

বিশ্বের মাঝে স্বদেশ সেরা ভারতবর্ষ মোদের দেশ মহান।
………………………গাহি মোরা স্বদেশের গান।

******************

প্রজাতন্ত্র দিবস কবিতা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

1.     https://www.youtube.com/watch?v=doXpra_bZWg
কণ্ঠে- সাগরিকা

2.     https://www.youtube.com/watch?v=Yucq4RrXbNk
কণ্ঠে- বিন্দু

3.     https://www.youtube.com/watch?v=e_mQ1-VtUZ8
কণ্ঠে- স্বাতী মিত্র

4.     https://www.youtube.com/watch?v=EbeJwgT7cso
কণ্ঠে- জয়শ্রী মাজি

5.     https://www.youtube.com/watch?v=TQ-tfPTtxA0
কণ্ঠে- অনিমা ময়রা

6.     https://www.youtube.com/watch?v=2CnrLlWVSbE
কণ্ঠে- প্রকাশ

7.     https://www.youtube.com/watch?v=8hI5KfA_85U
কণ্ঠে- তাজরিন সুলতানা

8.     https://www.youtube.com/watch?v=MtHj3w7FB-U
কণ্ঠে- ঐন্দ্রিলা

9.     https://www.youtube.com/watch?v=s9X95iEsG34
কণ্ঠে- কবিতা লেন