পৌষ ডাক দিয়েছে....... এসে গেল পৌষমাস
পৌষ-পার্বণের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পৌষমাস আগমনে প্রভাত সময়,
ভারি কনকনে শীত সহ্য নাহি হয়।
নীড়ে নীড়ে পাখিসব কলরব করে,
প্রভাতের সোনারোদ আঙিনায় ঝরে।
আঙিনার একপাশে পাতা আছে ঢেঁকি,
বধূরা নাচায় ঢেঁকি, ঢেঁকিতে পা রাখি।
কেহবা চালুনি দিয়ে, চালে চালগুঁড়ি,
নারিকেল পুর দিয়ে পিঠে গড়ে বুড়ি।
সরাপিঠে বাটিপিঠে হরেক প্রকার,
পিঠেপুলি উৎসবে সুস্বাদু আহার।
ঘরে ঘরে কলরব, পিঠে উৎসবে,
ছোট বড় সকলেই পিঠে খায় সবে।
পৌষমাস সংক্রান্তি আর দেরি নাই,
নিশ্চয় জানিহ মিত্র গৃহে আসা চাই।
পিঠে-পুলি উৎসবে করি আমন্ত্রণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।