পৌষ ডাক দিয়েছে....... এসে গেল পৌষমাস
পৌষ-পার্বণের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

পৌষমাসে শীত ভারি সহ্য নাহি হয়,
উত্তরে হাওয়া বয় প্রভাত সময়।
হিমের পরশ লাগে শীত লাগে গায়,
শীতের সকালে রবি কিরণ ছড়ায়।

পৌষমাসে পিঠেপুলি ভারি ধূম পড়ে,
গুড় আর তিল দিয়ে ভাঁপাপিঠে গড়ে।
মহানন্দে পিঠে খায় সব গ্রামবাসী,
পেটভরে খায় সবে পিঠে রাশিরাশি।


ঢেঁকিতে কুটিয়া চাল চালগুঁড়ি হয়,
নতুন চালের পিঠে সুস্বাদু নিশ্চয়।
হাসি খুশি কলরব সারা গ্রামময়,
পিঠে খাও পেটভরে সকলেই কয়।

ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য সব লোক,
দুধপুলি পিঠে খেতে সবাকার ঝোঁক।
পৌষমাসে পিঠে খেতে করি নিমন্ত্রণ,
পিঠেপুলি কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।