পৌষ ডাক দিয়েছে....... এসে গেল পৌষমাস
পৌষ-পার্বণের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পিঠেপুলি উৎসবে ভারি হয় ধূম,
পৌষমাসে পিঠেপুলি রাত্রে নাহি ঘুম।
সকালে বিকালে কভু সাঁঝের বেলায়,
নতুন চালের পিঠে মহানন্দে খায়।
দিবারাতি ঢেঁকি চলে পড়ে যায় সাড়া,
পিঠেপুলি উৎসবে জেগে ওঠে পাড়া।
গুড় তিলের সুগন্ধ ভাসে পাড়াময়,
পিঠে খেতে এস বন্ধু সকলেই কয়।
দুধপুলি চন্দ্রপুলি বাটি পিঠে আর,
খোয়া গুড় তিল দিয়ে সুস্বাদু আহার।
সকলেই পিঠে খায় দুধ চাঁছি দিয়ে,
ভাপাপিঠে তৈরী হয় ভাজা হয় ঘিয়ে।
মহানন্দে পিঠে খায় সব গ্রামবাসী,
পেটভরে খায় সবে পিঠে রাশিরাশি।
লক্ষ্মণ ভাণ্ডারী কহে, শুন সুধীজন,
পিঠে খেতে এস সবে করি নিমন্ত্রণ।