পৌষ ডাক দিয়েছে....... এসে গেল পৌষমাস
পৌষ-পার্বণের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
হিমের পরশ লাগে শীত লাগে ভাই,
কাঠের আগুন জ্বেলে আগুন পোহাই।
প্রভাতের রবি উঠে পূরব গগনে,
পাখি সব গীত গায় ফুল ফোটে বনে।
শীতের সকালে রোদ ঝরে আঙিনায়,
আঙিনায় বসে সবে পিঠে পুলি খায়।
দুধ আর চাঁছি দিয়ে দুধ পুলি হয়,
পিঠে খেলে পেটে সয় সকলেই কয়।
পিঠে পুলি উত্সবে ভারি ধূম পড়ে,
নারিকেল পুর দিয়ে ভাঁপাপিঠা গড়ে।
সকালে বিকালে কভু সন্ধ্যা হলে পরে,
সকলেই পিঠে খায়, খেয়ে পেট ভরে।
ঘরে ঘরে পিঠে গড়ে পড়ে যায় সাড়া,
পিঠে পুলি উত্সবে জেগে ওঠে পাড়া।
পিঠেপুলি উত্সবে করি নিমন্ত্রণ,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।