পৌষ ডাক দিয়েছে....... এসে গেল পৌষমাস
পৌষ-পার্বণের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পৌষ মাস এলে দেখি সবাকার ঘরে,
গুড় পিঠে গড়ে সবে আহারের তরে।
ঘরে ঘরে পিঠে হয় পড়ে যায় সাড়া,
পিঠেপুলি উত্সবে জেগে ওঠে পাড়া।
নতুন চালের গুঁড়ি তাতে হয় পিঠে,
তার সাথে পুর দিলে হয় অতি মিঠে।
ঘরে ঘরে উত্সব ভারি ধূম হয়,
পিঠে খেলে পেটে সয় সকলেই কয়।
কনকনে শীত তাই শীত লাগে গায়,
আঙিনায় বসে হবে গুড় পিঠে খায়।
সরা পিঠে বাটা পিঠে তিল পিঠে আর,
ঘরে ঘরে পিঠে গড়ে বিবিধ প্রকার।
ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য গ্রামবাসী,
সকালে বিকালে খায় পিঠে রাশি রাশি।
দুধ আর গুড় দিয়ে সুস্বাদু ভোজন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।