পৌষ ডাক দিয়েছে....... এসে গেল পৌষমাস
পৌষ-পার্বণের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পৌষমাসে শীত পড়ে শীতের বাহার,
কনকনে শীতে কাবু তবু লাগে জাড়।
উত্তরে হাওয়া বয় শীত লাগে গায়ে,
তাল খেজুরের বন মন্দিরের বাঁয়ে।
শীতের সকালে দেখি কেহ গাছে চড়ি,
খেজুরের গাছে বাঁধে মস্ত এক হাঁড়ি।
পথে কত লোক চলে আসে গ্রাম হতে,
সারি সারি গরুগাড়ি চলে রাঙাপথে।
নলেন গুড়ের গন্ধ ঘুরে পাড়া ময়,
সেই গুড়ে দুধ দিয়ে পিঠে খেতে হয়।
ঘরে ঘরে পিঠে গড়ে গাঁয়ে সব লোক,
পিঠেপুলি আহারেতে সকলের ঝোঁক।
গুড় পিঠে তিল পিঠে হরেক প্রকার,
পিঠেপুলি উত্সবে পিঠের বাহার।
ঘরে ঘরে পিঠে হয় মহা ধূমধাম,
পিঠেপুলি উত্সবে মেতে উঠে গ্রাম।