ভারতবর্ষ হয়েছে স্বাধীন,
ভারতবাসী পেল স্বাধীনতা,
পূরণ হলো মোদের আশা,
পরাধীনতার ঘুচলো ব্যথা।
নেতাজী সুভাষ, বীর ক্ষুদিরাম,
বিপ্লবী বিনয়,বাদল দিনেশ,
যাদের দেওয়া, রক্তের বিনিময়ে
স্বাধীন হলো আমাদের দেশ।
ভারতছাড়ো আন্দোলনে
সবাই মহাত্মা গান্ধীর ডাকে,
যোগ দিল শিশু ও বৃদ্ধ,
কেহ নাহি ঘরে থাকে।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস,
অগ্নিশিশু মাষ্টারদা সূর্যসেন
দেশের স্বাধীনতা যুদ্ধে,
সবাই এসে ঝাঁপ দেন।
বীনা দাস, কল্পনা দত্ত,
প্রীতিলতা ওয়েদ্দার,
নারীরাও এগিয়ে এল,
মাতৃভূমি যে সবাকার।
স্বাধীন ভারতের মাটিতে
উড়লো ত্রিবর্ণ জাতীয় পতাকা,
গেরুয়া ও সবুজ, মাঝখানে যার
সাদা অশোকচক্র আঁকা।
এসো সবাই দেশবাসী মিলে
প্রতিজ্ঞা করবো আজ,
ভারত এবার জগৎসভায়,
শ্রেষ্ঠ হবে সবার মাঝ।