পঁচিশে বৈশাখের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বিশ্বকবি নামে সবে, জানে সর্বজন,
কবিগুরু নামে খ্যাত, বিদিত ভুবন।
ছন্দে সুরে, তব গানে, ভরে ওঠে চিত্ত,
শুনি তব নব নব, গীতি নিতি নিত্য।

নাটক, কবিতা আর গীতিকাব্য কত,
রচনা করিলে তুমি, গ্রন্থ শত শত।
তোমা সম কবি আর, নাই ত্রিভুবনে,
বিশ্বকবি আখ্যা দিল, জ্ঞানী-গুণী জনে।

হে কবি! বিশ্বপ্রেমিক, বিশ্ব চরাচরে,
কবিগুরু নাম তব, এ বিশ্ব মাঝারে।
জাতীয় সঙ্গীত তব ‘জন গণ মন’,
গান গেয়ে হরষিত চিত্ত হয় মম।

তব ‘গীতাঞ্জলি’ কাব্য, সাহিত্য সম্ভার,
প্রণমি তোমায় কবি, মোরা বার বার।
আজি শুভ জন্মদিন পঁচিশে বৈশাখ,
জন্মদিন উত্সবে বেজে ওঠে শাঁখ।