রাখী বন্ধনের পূণ্য পবিত্র দিবসে বাংলা কবিতা আসরের সকল কবিগণকে জানাই শুভ রাখী বন্ধনের শুভেচ্ছা। বাংলার ঘরে ঘরে সকলেই রাখী উত্সব পালন করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন । শুভকামনা রইলো। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

পবিত্র রাখী বন্ধন ( ধর্মীয় কবিতা)
              কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

রাখী বন্ধনের               পবিত্র দিবসে
          সবে মিলি পরস্পরে,
প্রীতির বাঁধনে             আজি শুভদিনে
           উত্সব প্রতি ঘরে।

ধান্য দূর্বা লয়ে           অতি সযতনে
         ভগিনীরা দীপ জ্বালে,
ভ্রাতার হস্তেতে          বেঁধে দেয় রাখী
         চন্দনের ফোঁটা ভালে।

সুমিষ্টান্ন কত           ফলমূল যত
       রাখে বিবিধ প্রকার,
ভ্রাতাগণ সবে         ভগিনীরে দেয়
       দামী দামী উপহার।

রাখি দিবসেতে        তবু উঠে মেতে
         রাখী বন্ধনের দিনে।
কত কষ্ট সহে        অশ্রু জল বহে
         ভগিনীরা রাখী কিনে।

বর্ষে বর্ষে আসে         পবিত্র দিবস
         কত হাসি কলরব,
ভ্রাতা ভগিনীর         প্রীতির বন্ধনে
         হয় রাখী উত্সব।