পবিত্র ক্রিসমাস কবিতা (ধর্মীয় কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কান পেতে আমি শুনি গীর্জায় ঘন্টার ধ্বনি
ক্রিসমাস উত্সব আজি,
সুসজ্জিত গীর্জাঘর অপরূপ মনোহর
আলোর কিরণে উঠে সাজি।
আজি পূণ্য শুভদিনে নানা উপহার কিনে
স্যান্টাক্লজ দেন উপহার,
অপরূপ লাগে ভারি শোভিত ক্রিসমাস ট্রি
চতুর্দিকে আলোর বাহার।
গীর্জাঘরে আলো জ্বলে মেতে উঠে কোলাহলে
হাসি গান মহা ধূমধাম,
সবে মিলি একসাথে গীর্জাঘরে কেক কাটে
আনন্দের নাহিক বিরাম।
ক্রিসমাস উত্সবে এসো মিলে গাহি সবে
মহান যীশুর জয়গান,
এসো প্রভু যীশু এসো আমাদের ভালবাসো
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।