সুভাষ তুমি মহান .... গাহি তব জয়গান
হে বীর লহ প্রণাম (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

সুভাষ তুমি মহান গাহি তব জয়গান
হে বীর তুমি লহ প্রণাম।
ভারতের অগ্নিশিশু নেতাজি সুভাষ বসু
কটক শহরে জন্মধাম।

আসি বণিকের বেশে শাসক সাজিল শেষে
স্বাধীনতা করিল হরণ,
শাসকের অত্যাচারে জাতি মরে অনাহারে
দেশজুড়ে গণ জাগরণ।

শিখাইলে এই শিক্ষা অগ্নিমন্ত্রে লহ দীক্ষা
নাহি চাই ব্রিটিশ শাসন,
রাখ স্বদেশের মান যায় যাবে যাক প্রাণ
সংগ্রাম কর আমরণ।

আজাদ বাহিনী গড়ি ব্রিটিশের সাথে লড়ি
দেখাইলে সাহস দুর্জয়,
আজি শুভ জন্মদিনে সব দেশবাসীগণে
গাহে তোমারই হোক জয়।

নেতাজি সুভাষ তুমি
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

1.     https://www.youtube.com/watch?v=tcyBT0v8cYQ

কণ্ঠে- পম্পা ঘোষ

2.     https://www.youtube.com/watch?v=FMeBXlb9G4o

কণ্ঠে- আবার আসিব ফিরে

3.     https://www.youtube.com/watch?v=dpEw0CKpGhk

কণ্ঠে- জয়শ্রী মাজি

4.     https://www.youtube.com/watch?v=8dna0xCboNg

কণ্ঠে- স্বাতী দে

5.     https://www.youtube.com/watch?v=DmsfhedsXBM

কণ্ঠে- অর্চনা মণ্ডল

6.     https://www.youtube.com/watch?v=yDqKNhq06BY

কণ্ঠে- তৃষাগ্নি মণ্ডল

7.     https://www.youtube.com/watch?v=V3hvVcs7_oQ

কণ্ঠে- স্বপ্না

8.     https://www.youtube.com/watch?v=Hk0MR75A0lY

কণ্ঠে- সাগরিকা মাইতি

9.     https://www.youtube.com/watch?v=HPclgrDJZZs

কণ্ঠে- অর্পিতা