সুভাষ তুমি মহান .... গাহি তব জয়গান
হে বীর লহ প্রণাম (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নেতাজি সুভাষ নাম কটকেতে জন্মধাম
ভারত মাতার সুসন্তান,
শ্রীজানকী নাথ পিতা প্রভাবতী দেবী মাতা
দেশহিতে নিবেদিত প্রাণ।
দেশের মাটিতে এসে বিদেশী শাসক বেশে
করে ওরা ভারত শাসন,
পরাধীন দেশমাতা সবে চায় স্বাধীনতা
সংগ্রাম করে আমরণ।
যদি স্বাধীনতা চাও বিনিময়ে রক্ত দাও
বলেছিলে তুমি দীপ্তভরে,
দেশজুড়ে তব নাম করেছিলে সংগ্রাম
স্বদেশের স্বাধীনতা তরে।
ব্রিটিশের অত্যাচারে দেশবাসী দেশ ছাড়ে
গেলে তুমি দূরে সিঙ্গাপুর,
গড়িয়া আজাদ সেনা কদম কদম বঢ়ায়ে জা
রনসংগীতে দিলে সুর।
বলেছিলে দিল্লি চলো স্বদেশ স্বাধীন হলো
কোথা তুমি হলে অন্তর্ধান?
সুভাষ তুমি নেতাজি শুভ জন্মদিন আজি
গাহি মোরা তব জয়গান।