মায়ের বস্ত্রহরণ, এ কোন সভ্যতায় আমরা…..???
জেগে উঠুক দেশ, জেগে উঠুক জাতি, মনে রাখুন, নারীর সম্মান, জাতির স্বাভিমান।
আসুন, সমগ্র নারীজাতির চোখের জল মুছিয়ে, তাদের উপযুক্ত সম্মান দিয়ে
মায়ের আসনে বসিয়ে পূজা করি। তাহলেই দেশ বাঁচবে, জাতি বাঁচবে।
সমাজ জীবন সুখের হবে। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
দামিনীরা আজও কাঁদে (নারী জাগরণের তৃতীয় কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
সারাদেশ জুড়ে দামিনীরা আজ বিষাদ ব্যথায় জাগে,
মুছে ফেল কালো আঁধার যামিনী সূর্য ওঠার আগে।
মরেছে দামিনী অভিমান নিয়ে ত্যজিয়া গেছে কায়া,
সেইদিন হতে নিখিলজগতে নেমেছে শোকের ছায়া।
মরেনি দামিনী আজও বেঁচে আছে সারা বিশ্বের মাঝে,
অপমানিতের দারুণ বেদনা আজ সবার হৃদয়ে বাজে।
রমণীকুলের চরম লাঞ্ছনা আর মাতৃ-জাতির অপমান,
দেশের মাটিতে লাঞ্ছিতা জননীরে দিতে হবে সম্মান।
কান পেতে শোন কাঁদে কারা ঐ দামিনী মায়ের দল,
রাতের আঁধারে মৃত্য-ফাঁদ পেতে কারা হাসে খলখল?
মোছ আঁখিজল আগুন জ্বলুক, দামিনীরা জাগে আজ,
অসুর সংহারে ছুটে এস নারী ভুলে যেতে হবে লাজ।
নারীর অপমান জাতির অপমান, বাঁচাও জাতির মান,
কবিতার পাতায় আমি শুধু গাই নারীজাতির জয়গান।