হিমের পরশ লাগে ................প্রভাত পাখিরা জাগে
নদীর ঘাটে শীতের সকাল (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
হিমের পরশ পেয়ে চাষী চলে ডিঙি বেয়ে
নদীধারে আছে ধান মাঠ,
অজয় নদীর পারে হাট বসে রবিবারে
কোলাহলে ভরে নদীঘাট।
হিমের পরশ লাগে প্রভাত পাখিরা জাগে
গগনে উঠিল দিবাকর,
অজয়ের নদীচরে সোনালী কিরণ ঝরে
নদীশোভা অতি মনোহর।
পাঠশালে শিশুসব করে কত কলরব
সকলেই পড়ে একসাথে,
পাঠ শেষ হলে পরে নদীতটে খেলা করে
কাবাডি খেলায় সবে মাতে।
নদীর ঘাটের কাছে ছোট পাঠশালা আছে
শিশুসব লেখাপড়া সেরে।
দিগন্তে ঢলিল রবি লিখিল লক্ষ্মণ কবি
সকলে আপন ঘরে ফেরে।