হিমের পরশ লাগে ................প্রভাত পাখিরা জাগে
নদীর ঘাটে শীতের সকাল (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর বাঁকে আসে বক ঝাঁকে ঝাঁকে
শালিকেরা চরে করে খেলা,
কুলু কুলু নদী বয় শীতল সমীর বয়
হিম পড়ে সকালের বেলা।
অজয়ের নদীতটে বিশাল প্রাচীন বটে
নানাপাখি বাঁধে কত বাসা,
গাঁয়ের উত্তরপানে খেত ভরা সোনা ধানে
সারাদিন ধান কাটে চাষা।
যাত্রী পারাপার করে দেখি সারাদিন ধরে
বধূরা কলসী কাঁখে নিয়ে,
নদীঘাটে স্নান করে কলসীতে জল ভরে
ঘরে চলে রাঙাপথ দিয়ে।
সাঁঝের সময় হলে পুরানো বটের তলে
বাউলেরা সুরে গায় গান,
লিখিল লক্ষ্মণ কবি অজয়ের জলছবি
জেগে ওঠে অজয়ের প্রাণ।