হিমের পরশ লাগে ................প্রভাত পাখিরা জাগে
নদীর ঘাটে শীতের সকাল (ষষ্ঠ পর্ব )
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর চরে সোনালী কিরণ ঝরে
পূবেতে উঠিল সোনারবি,
কুয়াশায় মুখ ঢেকে চলে নদী এঁকে বেঁকে
মনে হয় যেন জলছবি।
গাঁয়ের পথের বাঁকে পিয়ালের বন থাকে
মাঝে মাঝে আছে ফাঁকা মাঠ,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
সোজা এসে পৌঁছে নদীঘাট।
অজয়ের নদীঘাট রবিবারে বসে হাট
সারাদিন বেচাকেনা হয়,
হাটে বেচাকেনা সেরে সকলেই ঘরে ফেরে
ভাঙে হাট সাঁঝের সময়।
নিঝুম নদীর ঘাটে নিশুতি রজনী কাটে
পূবের আকাশ লাল হয়,
রাত কাটে ভোর হয় শীতল সমীর বয়
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।