হিমের পরশ লাগে ................প্রভাত পাখিরা জাগে
নদীর ঘাটে শীতের সকাল (পঞ্চম পর্ব )
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর চরে সোনালী আলোক ঝরে
সোনা রবি ছড়ায় কিরণ,
বসিয়া তরুর শাখে প্রভাত পাখিরা ডাকে
হেরি নব মধুর মিলন।
শীতের কুয়াশা মেখে আছে রবি মুখ ঢেকে
হেমন্তের শীত লাগে গায়ে,
তালগাছ সারি সারি খেজুর আর সুপারি
গাঁয়ের পথের ধারে বাঁয়ে।
চাষী সব মাঠে মাঠে সারাদিন ধান কাটে
সারাদিন কেটে যায় শুধু,
আসে রাঙাপথ ধরে লাল পেড়ে শাড়ি পরে
জল নিতে আসে যত বধূ।
দিবসের অবসানে সূর্য পশ্চিমের পানে
সোনালী কিরণ ঝরে জলে,
লিখিল লক্ষ্মণ কবি ডুবিল দিনের রবি
কবিতায় কত কথা বলে।