হিমের পরশ লাগে ................প্রভাত পাখিরা জাগে
নদীর ঘাটে শীতের সকাল (তৃতীয় পর্ব )
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
হেমন্তের গান গেয়ে চাষী আসে ডিঙি বেয়ে
মাঠে মাঠে চাষী কাটে ধান,
শীতের কুয়াশা জাগে হিমের পরশ লাগে
প্রভাত পাখিরা গাহে গান।
অজয় নদীর পারে কুয়াশায় চারিধারে
পথঘাট দেখা নাহি যায়,
কুয়াশায় মুখ ঢাকা রবি নাহি দেয় দেখা
শীতের পরশ লাগে গায়।
অজয় নদীর ঘাটে হাটুরেরা আসে হাটে
সারাদিন বেচাকেনা হয়,
শেষে বিকাল বেলায় সকলেই ঘরে যায়
অজয় আপন বেগে বয়।
পরে সাঁঝের বেলায় কোলাহল থেমে যায়
নদীর ঘাট হয় নির্জন,
গগনেতে চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।