হিমের পরশ লাগে ................প্রভাত পাখিরা জাগে
নদীর ঘাটে শীতের সকাল (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কুয়াশায় মুখ ঢাকি শীতে কাঁপে তরুশাখী
নদীঘাটে আসে গরুগাড়ি,
ছাড়িয়া পূবের মাঠ সোজা আসে নদীঘাট
এসে থামে রাঙাপথ ছাড়ি।
অজয় নদীর ঘাটে সারা দিনরাত কাটে
শীতে কাঁপে অজয়ের চর,
গগনে উঠিল রবি অপূর্ব দেখায় ছবি
নদীশোভা অতি মনোহর।
নদীঘাট সুশীতল নদীজল কল কল
অবিরল নদী চলে বয়ে,
সকালে আর বিকালে জল নিয়ে ঘরে চলে
বধূরা কলসী কাঁখে লয়ে।
নদীর ঘাটের কাছে চায়ের দোকান আছে
যাত্রীসব সেথায় চা খায়,
লিখিল লক্ষ্মণ কবি অজয়ের নব ছবি
লিখে কবি তার কবিতায়।