হিমের পরশ লাগে ................প্রভাত পাখিরা জাগে
নদীর ঘাটে শীতের সকাল (চতুর্থ পর্ব )
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর চরে সোনা ঝরা রোদ ঝরে
হিমের পরশ গায়ে লাগে,
অজয় নদীর তটে তথায় প্রাচীন বটে
প্রভাত পাখিরা সব জাগে।


রাঙাপথ ধরি গাড়ি চাঁপাতলা মাঠ ছাড়ি
নদীঘাটে এসে গাড়ি থামে।
যাবে সে শ্বশুরবাড়ি গায়ে বেনারসী শাড়ি
নববধূ গাড়ি হতে নামে।


হেমন্তে সকাল বেলা নদীচরে করে খেলা
ঝাঁকে ঝাঁকে শালিকের দল,
সুশীতল নদীজল বয়ে চলে কল কল
পার হয় যাত্রীরা সকল।


দিবসের অবসানে দেখি পশ্চিমের পানে
ডুবে রবি লোহিত বরণ,
অজয়ের নদীচরে জোছনার রাশি ঝরে
লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।