হিমের পরশ লাগে ................প্রভাত পাখিরা জাগে
নদীর ঘাটে শীতের সকাল (প্রথম পর্ব )
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



কুয়াশার চাদরেতে নদীঘাট কাঁপে শীতে
প্রভাত পাখিরা তরুশাখে,
কুয়াশায় ঢাকা রবি মনে হয় জলছবি
কিচিমিচি পাখিসব ডাকে।



বধূ রাঙাপথ ছাড়ি জল নিয়ে যায় বাড়ি
সোনাঝরা রোদ লাগে গায়,
মাটির কলসী কাঁখে দাঁড়ায় পথের বাঁকে
ঘোমটা তুলিয়া দূরে চায়।



গাঁয়ের রাখাল ছেলে গরু নিয়ে মাঠে চলে
সারাদিন মাঠে করে খেলা,
বসিয়া তরুর ছায় বাঁশের বাঁশি বাজায়
অবশেষে আসে পড়ে বেলা।



সূর্য ডুবে পশ্চিমেতে সাঁঝ নামে নদীঘাটে
গাঁয়ে গাঁয়ে দীপ জ্বলে দূরে,
পূর্ণিমার চাঁদ উঠে আকাশেতে তারা ফুটে
যাত্রার সানাই বাজে সুরে।



অজয়ের নদীঘাটে ধীরে ধীরে রাত কাটে
ফর্সা হয় রাঙা পথ বাঁয়ে,

রাত কাটে ভোর হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
নদীঘাটে শীত লাগে গায়ে।