কার্তিক অঘ্রান মাসে .......... হেমন্তে নবান্ন আসে
নবান্ন উত্সব ঘরে ঘরে (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আসিল অঘ্রান মাস বহিছে ঠাণ্ডা বাতাস
নিশির শিশির ঝরে ঘাসে,
বিহগেরা বৃক্ষশাখে কিচিমিচি সুরে ডাকে
পূবেতে অরুণ রবি হাসে।

চাষীসব মাঠে মাঠে সারাদিন ধান কাটে
ধান কাটি আঁটি বাঁধে সবে,
নতুন চালের অন্ন খায় সবে পরমান্ন
মেতে উঠে নবান্ন উত্সবে।

আলু ফুলকপি ঝোল কচু সেদ্ধ বুনো ওল
কুমড়ো চচ্চড়ি আলুভাজা,
বসে সবে একসাথে ভাত খায় কলাপাতে
হাসি খুশি গান আর মজা।

বসি সবে আঙিনায় কলাপাতে ভাত খায়
সাথে থাকে সুস্বাদু ব্যঞ্জন,
প্রাণে প্রাণে জাগে সাড়া মেতে উঠে চাষীপাড়া
লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।