কার্তিক অঘ্রান মাসে .......... হেমন্তে নবান্ন আসে
নবান্ন উত্সব ঘরে ঘরে (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতল সমীর বয় নতুন সকাল হয়
শুনি সুরে হেমন্তের গান,
কার্তিক অঘ্রান মাসে শিশির ঝরিছে ঘাসে
গান গেয়ে চাষী কাটে ধান।

রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
বোঝাই ধানের গাড়ি ছুটে,
চাষীবধূ ধানমাঠে আলে কচি ঘাস কাটে
বনটিয়া ধান খায় খুঁটে।

নতুন ধানের খই সাথে থাকে চিঁড়া দই
সকলেই বসে আঙিনায়,
সুস্বাদু ব্যঞ্জন কত হয়েছে মনের মত
ভাত খায় কলার পাতায়।

অঘ্রানে নবান্ন হয় আনন্দের স্রোত বয়
সারাগাঁয়ে পড়ে যায় সাড়া,
লিখিল লক্ষ্মণ কবি নবান্নের নব ছবি
জেগে উঠে গোটা চাষীপাড়া।