অজয় নদীর ঘাটে .............অবশেষে বেলা কাটে
অজয় নদীর কাব্যমালা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর ঘাটে আঁধার যামিনী কাটে
বয়ে চলে তটিনী অজয়,
পূবেতে অরুণ রবি মনে হয় সোনা ছবি
পূবের আকাশ লাল হয়।

নদীতীর সুশীতল বয়ে চলে কল কল
বহে সুশীতল সমীরণ,
হেমন্তে সকাল বেলা শালিকেরা করে খেলা
নদী পার হয় যাত্রীগণ।

রাঙাপথে সারি সারি ছুটিছে গরুর গাড়ি
পার হয়ে চাঁপাতলা মাঠ,
পূবে রাখি বাঁশবন ছাড়িয়া আম্রকানন
আসি থামে অজয়ের ঘাট।

সাঁঝের আঁধার নামে জ্বলে দীপ দূর গ্রামে
ভেসে আসে শঙ্খের ঝঙ্কার,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি অজয়ের আঁকে ছবি
লিখে কবি কবিতায় তার।