কার্তিক অঘ্রান মাসে .......... হেমন্তে নবান্ন আসে
নবান্ন উত্সব ঘরে ঘরে (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কার্তিক মাসের শেষে অঘ্রান মাস আসে
হেমন্তের শীত লাগে গায়ে,
উঠিল সোনার রবি সকালের সোনা ছবি
পাখি গাহে তরুর শাখায়।

চাষীসব মাঠে মাঠে সারাদিন ধান কাটে
ঘরে ফেরে হলে সাঁঝ বেলা,
মাঠের আলেতে বসি রাখাল বাজায় বাশি
শালিকেরা মাঠে করে খেলা।

অজয়ের নদীচরে সোনাঝরা রোদ ঝরে
যাত্রীদল নদী হয় পার,
আসে বলাকার দল করে কত কোলাহল
উড়ে অজয়ের দুইধার।

সাঁঝের আঁধার নামে জ্বলে দীপ দূরগ্রামে
নদীঘাটে সাঁঝের আধার।
লিখিল লক্ষ্মণ কবি হেমন্তের সোনা ছবি
লিখে কবি কবিতায় তার।