কার্তিক অঘ্রান মাসে .......... হেমন্তে নবান্ন আসে
নবান্ন উত্সব ঘরে ঘরে (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

নবান্নের উত্সবে হাসিগান কলরবে
মেতে উঠে গোটা চাষীপাড়া,
নবান্নের নব অন্ন তৈরি হয় পরমান্ন  
চাষীদের প্রাণে জাগে সাড়া।

মাটির উঠোন পরে সোনাঝরা রোদ ঝরে
চাষীবধূ দেয় আলপনা,
হেমন্তে সকাল বেলা শালিকেরা করে খেলা
বিড়ালটি করে আনাগোনা।

ধানগাছি কেটে নিয়ে আসে আলিপথ দিয়ে
চাষীসব মুট আনে ঘরে,
সুস্বাদু ব্যঞ্জন কত রাঁধা হয় কত শত
সকলেই খায় পেট ভরে।

বাড়িতে লক্ষ্মীর পট চাষীবৌ সাজিয়ে ঘট
সযতনে প্রদীপ জ্বালায়,
আজি খুশি চাষীগণ লিখে কবি শ্রীলক্ষ্মণ
লিখে কবি তার কবিতায়।