কার্তিক অঘ্রান মাসে .......... হেমন্তে নবান্ন আসে
নবান্ন উত্সব ঘরে ঘরে (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
হেমন্তে নবান্ন আসে কার্তিক অঘ্রান মাসে
ঘরে ঘরে কত আয়োজন,
নতুন ধানের খই সাথে থাকে চিড়া দই
রাঁধা হয় সুস্বাদু ব্যঞ্জন।
বসে সবে আঙিনায় কলাপাতে চিড়া খায়
গুড় দিয়ে মাখে ভাল করে,
খই মুড়কি বাতাসা প্রাতরাশ হয় খাসা
খেয়ে সবাকার পেট ভরে।
নতুন ধানের চাল সাথে থাকে মুগডাল
সুস্বাদু খিচুড়ি রাঁধা হবে,
পটল বেগুন ভাজা খিচুড়িতে খেতে মজা
খায় সবে নবান্ন উত্সবে।
লিখিল লক্ষ্মণ কবি আপন গাঁয়ের ছবি
কবির গ্রাম পাথরচৃড়ে,
অজয়ের নদীচরে সোনাঝরা রোদ ঝরে
রাখাল বাজায় বাঁশি দূরে।