নবান্নের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নবান্নের আয়োজন প্রতি ঘরে ঘরে,
সুস্বাদু ব্যঞ্জন রাঁধে সারাদিন ধরে।
চিঁড়ে দই মুড়ি খই সুস্বাদু আহার,
ঘরে ঘরে পিঠেপুলি যতেক প্রকার।
সকলে আহার করে বসি আঙিনায়,
সুস্বাদু পায়েস খায় কলার পাতায়।
নবান্নের উত্সবে পড়ে যায় সাড়া,
হাসিখুশি কলরবে মাতে চাষীপাড়া।
অঘ্রানে নবান্ন হয় খুশির পরব,
বাংলার ঘরে ঘরে উঠে কলরব।
শিশু বৃদ্ধ যুবা সবে বসি আঙিনায়,
নতুন চালের পিঠে গুড় দিয়ে খায়।
ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য গ্রামবাসী,
গোলাভরা ধান তাই খুশি আজি চাষী।
নবান্নের কাব্য গাঁথা হল সমাপন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।