নবান্নের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিল অঘ্রান মাস হিম পড়ে ঘাসে,
নবান্নের উৎসব অঘ্রানের মাসে।
কুয়াশায় মুখ ঢাকা শীতের সকাল,
গরু নিয়ে মাঠে চলে গাঁয়ের রাখাল।
নতুন ধানের চিঁড়ে সকলেই খায়,
গুড় দিয়ে মুড়ি মেখে মহানন্দে খায়।
খেজুরের রস দিয়ে গুড় তৈরি হয়,
নলেন গুড়ের স্বাদ কিছু ভিন্ন নয়।
নবান্নের উৎসব প্রতি ঘরে ঘরে,
সবাকার নিমন্ত্রণ আহারের তরে।
আলুভাজা পোস্তবড়া মুগডাল আর,
সবশেষে পরমান্ন, উত্তম আহার।
নবান্নের উৎসব ধূম পড়ে যায়,
মহানন্দে খায় সবে বসি আঙিনায়।
ঘরে ঘরে তৈরি হয় সুস্বাদু ব্যঞ্জন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।