নবান্নের কবিতা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিল অঘ্রান মাস মাঠে পাকে ধান,
নবান্নের উৎসবে মেতে ওঠে গ্রাম।
নতুন ধানের চিড়ে সাথে থাকে দই,
মুড়ি মুড়কির সাথে থাকে গুড় খই।
আতপ চালের অন্ন সুস্বাদু ব্যঞ্জন,
আঙিনায় একসাথে পায়েস ভক্ষণ।
ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য গ্রামবাসী,
নবান্নে পায়েস পিঠে খায় রাশি রাশি।
চাষীবধূ ভাত বাড়ে কলার পাতায়,
সুস্বাদু ব্যঞ্জন সাথে মহানন্দে খায়।
নবান্নের উৎসব প্রতি ঘরে ঘরে,
সবাকার নিমন্ত্রণ আহারের তরে।
সন্ধ্যায় জোছনা ঝরে খোলা আঙিনায়,
দূরে কোথা বেজে ওঠে সাঁঝের সানাই।
নবান্নের উৎসবে বড় আয়োজন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।