পুরাতন বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষ নব সাজে আসে যায় ধরামাঝে
নববর্ষ হয় পুরাতন,
পুরাতন বর্ষ শেষে নবরূপে নব বেশে
নববর্ষ করে আগমন।
নববর্ষে নব আশা শুভেচ্ছা ও ভালবাসা
সকলেই করে বিনিময়,
নববর্ষে রং লাগে প্রভাত পাখিরা জাগে
পুলকিত সবার হৃদয়।
প্রভাতে অরুণ রাগে রবি অপরূপ লাগে
নব রবি ছড়ায় কিরণ,
বসি তরুর শাখায় প্রভাত পাখিরা গায়
হেরি নব মধুর মিলন।
হাসি খুশি নাচে গানে সাড়া দেয় সব প্রাণে
হরষিত সবাকার মন,
এসো সবে গাহি গান মাতিয়া উঠুক প্রাণ
লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।