পুরাতন বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষে নব আলো মুছিয়া আঁধার কালো
গগনে উঠিল সোনা রবি,
নববর্ষে রং লাগে তরুশাখে পাখি জাগে
হেরি নব অপরূপ ছবি।
বর্ষে বর্ষে প্রতি বর্ষে নববর্ষ নব হর্ষে
নব রূপে আসিল ধরায়,
শীতল সমীর বয় আজি প্রভাত সময়
তরুশাখে পাখিসব গায়।
হদয়ে পুলক জাগে নবরূপে রং লাগে
হাসি খুশি নাচ আর গান,
নবরূপে নব সাজে বর্ষ আসে ধরামাঝে
পুলকিত সবাকার প্রাণ।
স্নেহ প্রেম ভালবাসা নববর্ষে নব আশা
প্রফুল্লিত সকলের মন,
লিখিল লক্ষ্মণ কবি নববর্ষে নব ছবি
লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।