পুরাতন বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পুরাতন বর্ষ পরে নব নব রূপ ধরে
বর্ষে বর্ষে নববর্ষ আসে,
নতুন প্রভাত হয় স্নিগ্ধ সমীরণ বয়
পূরব গগনে রবি হাসে।
নবরূপে নব বেশে পুরাতন বর্ষ শেষে
নববর্ষ আসে বসুধায়,
গগনে উঠিল রবি নতুন রঙিন ছবি
তরুশাখে পাখি গীত গায়।
পুরাতন গ্লানি যত হৃদয়ের ব্যথা শত
নববর্ষে মুছে যাক সব,
নববর্ষে নব আশা প্রেম প্রীতি ভালবাসা
হাসি গান আর কলরব।
এসো সবে ত্বরা করি হাতে হাত ধরা ধরি
নববর্ষ করিব বরণ,
নববর্ষে রং লাগে হৃদয়ে পুলক জাগে
লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।