পুরাতন বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



নববর্ষে নব আশা সুখ শান্তি ভালবাসা
দিন শুভ হোক সবাকার,
পুরাতন বর্ষ শেষ দূরে যাক হিংসা দ্বেষ
এই হোক দৃঢ় অঙ্গীকার।



আজি শুভ নববর্ষ এত খুশি এত হর্ষ
বর্ষ বরণের উত্সব,
আজি নতুন প্রভাতে সবে মিলি একসাথে
হাসি গান আর কলরব।


পূবেতে অরুণ উঠে ফুলবনে ফুল ফুটে
রাঙাপথে চলে গরুগাড়ি,
ছাড়িয়া পূবের মাঠ সোজা আসে নদীঘাট
এসে থামে রাঙাপথ ছাড়ি।



অজয় নদীর চরে সোনা রোদ পড়ে ঝরে
বাউলেরা সুরে গান গায়,
পুরাতন বর্ষ শেষে শুভ নববর্ষ আসে
লিখে কবি তার কবিতায়।