শুভ নববর্ষ‌ 2024 ! নতুন বছরের নতুন প্রভাতে ভরে উঠুক সবাকার জীবন পাখিদের আনন্দ কলতানে। আসুক এবার নতুন সকাল, কিছু কথা আর কিছু গান। কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি। নবরূপে আসুক স্বপ্নময় সৃষ্টি। শুরু হোক নতুন বছরে নতুন উদ্দীপনার আলোকে রঙিন হোক আগামী দিনগুলো।


পুরাতন বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

নববর্ষ দিনে আজি সকলে আসিল সাজি
আজিকে হবে বর্ষ বরণ,
রবি উঠে পূবদিকে অরুণ আবীর মেখে
লাল হল পূবের গগন।

রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
আসে এক নতুন সকাল,
সবুজ তরুর শাখে কিচিমিচি পাখি ডাকে
দূরে বন শাল ও পিয়াল।

নতুন বছর আসে ফুলের সৌরভ ভাসে
পুঞ্জেপুঞ্জে ধেয়ে আসে অলি,
আজি নতুন প্রভাতে সবে মিলি একসাথে
হ্যাপি নিউ ইয়ার 2024 বলি।

নববর্ষ প্রতি বর্ষে আসে নব নব হর্ষে
পূর্বাকাশ লাল হয়ে আসে,
নতুন বছর আজি কাঁপে কিশলয় রাজি
পূবের আকাশে রবি হাসে।

সুখ শান্তি ভালবাসা জাগে মনে নব আশা
নতুন বছর লাগে ভালো,
নতুন সকাল হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
নব সূর্য দাও মোরে আলো।