শুভ নববর্ষ 2024 ! নতুন বছরের নতুন প্রভাতে ভরে উঠুক সবাকার জীবন পাখিদের আনন্দ কলতানে। আসুক এবার নতুন সকাল, কিছু কথা আর কিছু গান। কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি। নবরূপে আসুক স্বপ্নময় সৃষ্টি। শুরু হোক নতুন বছরে নতুন উদ্দীপনার আলোকে রঙিন হোক আগামী দিনগুলো।
পুরাতন বর্ষ সমাপ্তি....... নববর্ষে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শুভ নববর্ষ আসে নব আনন্দ উচ্ছ্বাসে
বর্ষে বর্ষে নববর্ষ আসে,
দিনরাতি কাটে হায়,স্মৃতি শুধু রয়ে যায়
সকরুণ স্মৃতি মনে ভাসে।
বর্ষশেষে নববর্ষ হাসি গান খুশি হর্ষ
নবরূপে আসিল ধরায়,
ফুলবনে ফুল ফুটে পূর্বদিকে রবি উঠে
বসুধায় কিরণ ছড়ায়।
নববর্ষে নব আশা সুখ শান্তি ভালবাসা
দিন শুভ হোক সবাকার,
পুরাতন বর্ষ শেষ দূরে যাক হিংসা দ্বেষ
এই হোক দৃঢ় অঙ্গীকার।
নববর্ষ নব সাজে আসে এই ধরা মাঝে
সারাদিন হাসি আর গান,
আজি শুভ নববর্ষে পুলকিত হয় হর্ষে
উঠে মেতে সবাকার প্রাণ।
মনের কালিমা যত হৃদয়ের ব্যথা শত
মলিন ভাবনা যাক ঘুচে,
এ মনের অগোচরে যে ফুল গিয়েছে ঝরে
স্মৃতি যেন কভু নাহি মুছে।
ফেলে আসা দিনগুলি আজি সব যাও ভুলি
মাতিয়া উঠুক মন প্রাণ,
নব বর্ষে নব আশা স্নেহ প্রেম ভালবাসা
যেন কভু নাহি হয় ম্লান।
হৃদয়ের সাদা পাতা রঙিন হোক কবিতা
করুক নব জীবন দান,
জমে থাকা যত স্মৃতি করুণ বিদায় গীতি
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।