স্বাগতম শুভ নববর্ষ...... নববর্ষেরে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আজি শুভ নববর্ষ হাসি গান আর হর্ষ
হরষিত সবাকার প্রাণ,
নববর্ষ নব সাজে আসিল বসুধা মাঝে
প্রভাত পাখিরা গায় গান।
নববর্ষে নব ছবি কিরণ ছড়ায় রবি
তরুশাখে নব কিশলয়,
ফুটিল কুসুম কলি ধেয়ে আসে যত অলি
ফুলের মধু করে সঞ্চয়।
নূতন পোশাক পরি হাতে হাত ধরাধরি
শিশুসব নাচে আঙিনায়,
একসাথে শিশুসব করে কত কলরব
আনন্দেতে দিন কেটে যায়।
অজয় নদীর চরে মেলা সারাদিন ধরে
হয় কত জন সমাগম,
মেলার সুন্দর ছবি দেখিয়া লক্ষ্মণ কবি
লিখে কবি কাব্য অনুপম।