স্বাগতম শুভ নববর্ষ...... নববর্ষেরে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষে নব রাগে প্রভাত পাখিরা জাগে
তরুশাখে করিছে কূজন,
বসি আম্র তরুশাখে কোকিলের কুহু ডাকে
পুলকিত সবাকার মন।
শুভ নববর্ষ আসে আনন্দ আর উচ্ছ্বাসে
বর্ষে বর্ষে নব নব সাজে,
শিশুসব হাত ধরে নতুন পোশাক পরে
নৃত্য করে আঙিনার মাঝে।
লাল চেলি শাড়ি পরা কুমারী ও তরুণীরা
নাচে শুধু হাতে হাত ধরি,
পরি ধূতি পায়জামা রঙিন পাঞ্জাবী জামা
কিশোরেরা গায় সুর করি।
বর্ষশেষে নববর্ষ কত খুশি কত হর্ষ
উঠিছে অরুণ নব রাগে,
লিখে কবি শ্রীলক্ষ্মণ বর্ষকাব্য অনুপম
হৃদয়ে পুলক তাই জাগে।