স্বাগতম শুভ নববর্ষ...... নববর্ষেরে করি আহ্বান
শুভ নববর্ষের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নববর্ষ আগমনে ফুল ফুটে বনে বনে
তরুশাখে পাখি গীত গায়,
পুরাতন বর্ষ যায় স্মৃতি শুধু রয়ে যায়
বর্ষশেষে স্মৃতির পাতায়।


নববর্ষ আসে যবে নববেশে সাজি সবে
উঠে মেতে হাসি আর গানে,
কিশোর কিশোরীগণে নাচে গায় আনমনে
জাগে সাড়া সবাকার প্রাণে।


নববেশে বধূগণ রাঁধে সুস্বাদু ব্যঞ্জন
মাছ ভাত উত্তম আহার,
ইলিশ মাছের মাথা সাথে দই চিনি পাতা
দই বড়া আমের আচার।


নববর্ষে শিশুসবে মেতে উঠে কলরবে
হাত তুলি নাচে আর গায়,
লিখিল লক্ষ্মণ কবি কাব্যে অনুপম ছবি
লিখে কবি তার কবিতায়।