পত্র আর পুষ্পে সাজি বসন্ত আসিল আজি
নব বসন্তের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত আসিল আজি
ফুটে ফুল রাশি রাশি
পাখি গীত গায় তরুশাখে,
বাতাসে সৌরভ ছুটে
ফুলবনে ফুল ফুটে,
বসন্তে কোকিল কুহু ডাকে।
বসন্তের রং লাগে,
হৃদয়ে পুলক জাগে
আবেশিত হয় তনু মন,
বসন্ত ঋতুর রাজা
বসন্তে বাসন্তী পূজা
পূর্ণিমায় হোলির দহন।
রাঙাপথে দুই ধারে
তালগাছ সারে সারে
সবুজ ডাঙায় গাভী চরে,
সোনাঝরা রোদদুরে
রাখালিয়া বাঁশি সুরে
মোর পরাণ পাগল করে।
বসন্তের রং মাখে
শিমূল পলাশ শাখে
ফুলে ফুলে শোভা মনোহর,
অজয় নদীর ঘাটে
অবশেষে বেলা কাটে
সন্ধ্যা নামে অজয়ের চর।
রাত কাটে ভোর হয়
নতুন সকাল হয়
ঘাট নির্জন নাই কাণ্ডারী,
বসন্তের রং লাগে
প্রভাত পাখিরা জাগে
লিখে কবি লক্ষ্মণ ভাণ্ডারী।