পত্র আর পুষ্পে সাজি বসন্ত আসিল আজি
নব বসন্তের কবিতা- প্রথম প্রর্ব
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তের রং মাখে
কিশলয় তরুশাখে
পবন পরশে দোলে হাওয়ায়।

আমবনে থেকে থেকে
কোকিল উঠিল ডেকে
তরুর শাখায় পাখি গীত গায়।

অজয়ের বালুচরে
সোনা রোদ পড়ে ঝরে
শাল পিয়ালের বনে বাঁশি বাজে,

হৃদয়ে পুলক জাগে
দেহে মনে রং লাগে
প্রকৃতি সাজিছে নব রূপ সাজে।

ফুলবনে ফুল ফুটে
পূবদিকে রবি উঠে
অলিগণ চলে ধেয়ে পুঞ্জে পুঞ্জে,

কোকিলের কুহুতান
ভরে উঠে মন প্রাণ
ডাকিছে কোকিল সুরে আম্রকুঞ্জে।