নব বসন্তের গান (গীতি কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কোকিল কুহু ডাকিছে
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

শিমূল পলাশের বন
সুগন্ধে আকুল মন,
দেহে আর মনে রং লাগে।
(ওরে ভাই)
দেহে আর মনে রং লাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।

আঙিনায় কৃষ্ণচূড়া,
পুষ্পেপুষ্পে ভরাভরা,
শোভিছে তরু অরুণরাগে।
(ওরে ভাই)
শোভিছে তরু অরুণ রাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।

পুঞ্জে পুঞ্জে অলিগণ,
করে মধু আহরণ,
গুন গুন করে ফুল-বাগে।
(ওরে ভাই)
গুন গুন করে ফুল-বাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।

ফাগুনে হোলির দিনে
প্রাণের বঁধুয়া বিনে
কোন কাজে মন নাহি লাগে।
(ওরে ভাই)
কোন কাজে মন না লাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।

ফাগুয়ায় রং ছড়াবো,
আবীরে ভুবন ভরাবো
উঠবো মেতে ফাগুয়ার ফাগে।
(ওরে ভাই)
উঠবো মেতে ফাগুয়ার ফাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)

হৃদয়ে পুলক তাই জাগে।
কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।