নববর্ষ আজি।     নতুন বছরের প্রথম কবিতা
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শুভ নববর্ষ আজি নতুন সকালে,
উড়িছে বিহঙ্গ হেরি দুই পাখা মেলে।
দিতেছে কিরণ রবি নতুন আলোকে,
নববর্ষে মাতে সবে খুশির ঝলকে।

তরুশাখে পাখি সব করিছে কূজন,
নতুন বারতা করে উল্লাস বহন।
নববস্ত্র পরিহিত সব শিশুগণে,
পুলক জাগায় সবে সবাকার মনে।

আজি শুভ নববর্ষে নব নব আশা,
শুভেচ্ছা জানায় সবে প্রীতি ভালবাসা।
কবিতা আসরের যতেক কবিগণ,
আন্তরিক ভালবাসা করিও গ্রহণ।

পুরাতন বর্ষশেষে নববর্ষ আসে,
নতুন সকালে রবি পূবদিকে হাসে।
শুভ নববর্ষ আজি পূণ্য শুভক্ষণ
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।