দেবী দুর্গার আবাহনী,,,,, মহালয়ার কবিতা
এসো মা দুর্গা দুর্গতিনাশিনী (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দেবীমার আগমনী জয় মহিষমর্দিনী
এসো মাগো অবনী মাঝার,
কৈলাশ পর্বত হতে এসো মা বিমান পথে
ডাকি মাগো তোমা বারেবার।


লয়ে পুত্রকন্যাগণ মর্ত্যধামে আগমন
দেবী মা আসেন বসুধায়,
সপ্তমী অষ্টমী তিথি নবমী আসে যেমতি
দশমীতে দেবীর বিদায়।


পূজা পূজা গন্ধ নিয়ে আগমনী গীতি দিয়ে
সুরের আকাশে সুর ভাসে,
কটা দিন আর বাকি সব স্মৃতি মনে রাখি
পূজার সময় শেষে আসে।


কচি কচি ধানগাছে খেত মাঠ ভরে আছে
সীমানায় অজয়ের চর,
দুই ধারে কাশ ফুল অজয়ের দুই কূল
শরতের শোভা মনোহর।


পূবেতে উঠিল রবি শরতের সোনা ছবি
বাজে দূরে পূজার সানাই,
শরতের রং লাগে হৃদয়ে পুলক জাগে
লিখিল লক্ষ্মণ কবিতায়।