বাংলা কবি ও কবিতা আসরের সকল কবি ও লেখকগণকে শুভ কালীপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। কালীপূজার আনন্দমুখর দিন ও শুভ দীপাবলীর দিনগুলি সকলের আনন্দে কাটুক,
এই শুভকামনা রইল। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু জয়গুরু।


মহাকালী দেবীবন্দনা
     কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


জ্বলিছে আলোকমালা চারিদিকে আজি,
মহাশব্দে চৌদিকে পুড়িছে আতসবাজি।
বাজিছে কাঁসর ঘণ্টা জয়-ঢাক বাজে,
শ্মশানমাঝে মন্দিরে কালী মা বিরাজে।


দেবীর সম্মুখে হেরি ফলমূল মালা,
পঞ্চগব্য কোষাকুষি প্রসাদের থালা।
শুভক্ষণে দেবীপূজা করে ভক্তিভরে,
পুরোহিত শুদ্ধ চিত্তে মন্ত্র পাঠ করে।


মহা রাত্রি কাল-রূপা নৃমুণ্ড-মালিনী,
ছিন্নমস্তা তুমি কালী করাল বদনী।
উগ্রচণ্ডা মহাকালী তুমি মা শঙ্করী,
অমাবস্যা শুভক্ষণে ঘোর বিভাবরী।


নিশিকালে কালীপূজা বিধিমতে হয়,
যূপ-কাষ্ঠে পশু বধ শাস্ত্র মতে কয়।
হোম যজ্ঞ পাঁঠাবলি, শাস্ত্রের লিখন,
কালীর বন্দনা গাহে ভাণ্ডারী লক্ষ্মণ।