মানুষের গান গাই (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মানুষের গান গাই,
মানুষের চেয়ে বড় কিছু আর এই দুনিয়ায় নাই।
রোদে পুড়ে আর জলে ভিজে যারা
মাটিতে ফলায় ধান,
যাদের কান্নায় মাটি ভিজে যায়
গাহি মানুষের গান।
মানুষের গান গাই,
মানুষের চেয়ে বড় কর্ম আর এই দুনিয়ায় নাই।
ওরাই মানুষ ওরাই দেবতা
প্রণমি ওদের পায়,
বুক ফাটে তবু মুখ ফোটে না
তাদের জয়গান গাই।
মানুষের গান গাই,
মানুষের চেয়ে বড় ধর্ম আর এই দুনিয়ায় নাই।
উষর মরুতে শাবল চালিয়ে
মাটি কাটে গড়ে পথ,
যাদের শ্রমে কান্না আর ঘামে
চলে প্রগতির রথ।
মানুষের গান গাই,
মানুষের চেয়ে কিছু মহীয়ান এই দুনিয়ায় নাই।
তারাই দেবতা তারাই মানুষ
গাহি তাহাদের গান,
দেবতার দান ওরা ভগবান
করিও না অপমান।
মানুষের গান গাই,
মানুষের চেয়ে জীবন্ত দেবতা এই দুনিয়ায় নাই।
কল কারখানায় হাতুড়ি চালায়
সারাদিন কাজ করে,
আধপেটা খেয়ে কর্মক্লান্ত দেহে
যাহাদের ঘাম ঝরে।
মানুষের গান গাই,
মানুষের চেয়ে জাগ্রত দেবতা এই দুনিয়ায় নাই।
জেগেছে কৃষক জেগেছে শ্রমিক
জাগে মানুষের দল,
মানুষের মাঝে দেবতা বিরাজে
দেহে আছে শক্তিবল।
মানুষের গান গাই,
মানুষের চেয়ে প্রাণের দেবতা এই দুনিয়ায় নাই।