মন্দিরে কাঁদে মাটির প্রতিমা
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মন্দিরে কাঁদে মাটির প্রতিমা
দেবতার চোখে জল,
ঘরে কাঁদে তোর আপন জননী
চোখ করে ছল ছল।
মাটির প্রতিমা কি হবে পূজে
যে মুর্তি দেয় না সাড়া,
পথে কাঁদে কত ক্ষুধাতুর শিশু
কেঁদে কেঁদে দিশেহারা।
আধপেটা খেয়ে ধরিত্রীর বুকে
লাঙল চালায় যাঁরা,
মাটিতে ফলায় সোনার ফসল
অনাহারে থাকে তাঁরা।
ওরাই মানুষ, ওরাই দেবতা
ওরাই দেশের রাজা,
বিধাতার রুদ্র অভিশাপে আজ
ওরা পায় কেন সাজা?
মন্দিরে নাই দেবতা তোদের
দেবতা তোর সামনে।
মানুষ তোদের জাগ্রত দেবতা
এদের তো চিনিস নে?
মানুষকে যদি ভালবাস তুমি
মানুষের কর পূজা,
মানুষের পূজা করলে তবে
খুশি হয় দশ-ভূজা।
যেথা আছে জীব সেথায় শিব
জীবজ্ঞানে শিব সেবা।
জীবে প্রেম কর ঘৃণা নাহি কর
কর সেবা নিশি দিবা।
মন্দিরে কাঁদে পাষাণ দেবতা
পাথরের চোখে জল,
মানুষ দেবতা অভুক্ত রেখো না
অন্ন দাও অবিরল।
মন্দিরে কাঁদে মাটির প্রতিমা
পাষাণ দেবতা কয়,
অন্নহীনে অন্ন দানিতে এসো
হয়েছে পূজার সময়।
শোন বিশ্ববাসী এসেছে আজি
নর রূপে ভগবান,
মানবের সেবা ভগবান পূজা
কহে লক্ষ্মণ শ্রীমান।