এসে গেল পৌষ মাস .........পৌষমাসে টুসু পূজা
মকর সংক্রান্তির কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

পৌষ মাসে পিঠাপুলি ভারি হয় ধূমধাম,
পিঠাপুলি উত্সবে জেগে উঠে গোটা গ্রাম।
শিশু বৃদ্ধ যুবা সবে পেট ভরে পিঠা খায়,
পিঠা খেলে পেটে সয় আছে লেখা কবিতায়।

পৌষ মাসে সংক্রান্তি মকর পরব হয়,
ঘরে ঘরে পিঠাপুলি আনন্দের ঝড় বয়।
সরাপিঠা বাঁটাপিঠা গুড় পিঠা দুধ দিয়ে,
মকর সিনান করে যায় গরুগাড়ি নিয়ে।

সন্ধ্যাবেলা টুসুপূজা ভোর হয় রাত কাটে,
ভোর হলে টুসু নিয়ে যায় সবে নদীঘাটে।
নদীতে ভাসান হয় টুসুমনি বাড়ি যায়,
সিনান করে সকলে টুসুর প্রসাদ খায়।

আসুন অজয়ের ঘাটে করুন মকর স্নান,
কহেন কবি লক্ষ্মণ সবারে করি আহ্বান।
সংক্রান্তির দিবসেতে হয় টুসু জাগরন,
কবিতায় লিখে যান কবি শ্রীমান লক্ষ্মণ।