এসে গেল পৌষ মাস .........পৌষমাসে টুসু পূজা
মকর সংক্রান্তির কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

মকর সংক্রান্তিতে পৌষ মাস শেষ,
নদীঘাটে জমে ভিড় লোকজন বেশ।
রাঙাপথে সারি সারি আসে গরুগাড়ি,
স্নান সারি কেহ কেহ চলে নিজ বাড়ি।

আজি হতে নদীঘাটে বসে পৌষমেলা,
বসেছে দোকানপাট সার্কাসের খেলা।
খোকাখুকি বুড়োবুড়ি সকলেই আসে,
জোকারের খেলা দেখে মুখটিপে হাসে।

নদীঘাটে এসে দেখি সবে স্নান করে,
বাউলেরা গান গায় বসি নদীচরে।
টুসু নিয়ে আসে দেখি যুবতীর দল,
টুসুর ভাসান আজি শুনি কোলাহল।

সারাদিন কাটে ভাল আজি নদীঘাটে,
দিনশেষে পশ্চিমেতে সূর্য বসে পাটে।
দিবা অবসানকাল হয়ে আসে সন্ধ্যে,
লিখিল লক্ষ্মণ তাঁর কবিতার ছন্দে।